ABP Ananda LIVE: বান্দিপোরায় সেনা-জঙ্গির লড়াই, মৃত্যু জঙ্গির । মৃত লস্কর-ই-তৈবার জঙ্গি আলতাফ লাল্লি । গুলির লড়াইয়ে আহত ২ ভারতীয় জওয়ান । পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর কাশ্মীরের উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি ভারতীয় সেনার । বান্দিপোরার কুলনার বাজিপোরার জঙ্গলে এলাকায় পরপর গুলির শব্দ । জঙ্গলের ভিতরে লুকিয়ে ছিল জঙ্গি, খবর ANI সূত্রে জঙ্গল ঘিরে ফেলে অভিযান ভারতীয় সেনার